‘২৫ হাজারের ঋণে গরিবেরা জেলে, ২৫ হাজার কোটির ঋণ খেলাপিরা আরামে’

প্রকাশিতঃ 11:17 pm | November 26, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

পাবনার ঈশ্বরদী উপজেলার ১২ জন কৃষককে ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে কারাগারে পাঠানোর ঘটনাকে অন্যায় ও বৈষম্য বলে আখ্যায়িত করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেছেন, সমবায় ব্যাংকের ২৫ হাজার টাকার খেলাপি ঋণের মামলায় গরিবেরা জেলে যান, আর ২৫ হাজার কোটি টাকার ঋণখেলাপিরা আরামে ঘুমান।

শনিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এসব কথা লিখেন।

তারানা হালিম আরও লিখেছেন, ‘চাই সমতা। আমি গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তির জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে ওই ২৫ হাজার টাকা আমরা দিয়ে দেব।’

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীতে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ৩৭ কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত। পরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের মধ্যে ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে । ওইদিন দুপুরেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালের আলো/এসবি/এসএম