আর্জেন্টিনার গোলের পর উল্লাস, বাংলাদেশের ভিডিও শেয়ার করলো ফিফা
প্রকাশিতঃ 8:52 pm | November 27, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ সময় গতকাল রাত ১টায় বাঁচা মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সৌদির কাছে ২-১ গোলে বিধ্বস্ত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সুর বাজছিল আর্জেন্টিনার। সমর্থকরাও হয়ে গিয়েছিল হতাশ।
কিন্তু সেই লিওনেল মেসিই আবার ত্রাতার রূপে আর্জেন্টিনাকে বাঁচালেন। নিজে গোল করলেন আবার গোল করালেনও। মেসি ম্যাজিকে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা থেকে কয়েক হাজার মাইল কিংবা বিশ্বকাপের আয়োজক কাতার থেকেও হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের বুকেও তখন উল্লাসের ঢেউ, আনন্দের বন্যা। আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা উন্মাতাল হয়ে ওঠে মেসির ওই গোলের পর।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছিল। মেসির গোলের ওপর শেষ রাতের নীরবতা ছিন্ন করে গগনবিধারী চিৎকার আর উল্লাসে মেতে ওঠে সেখানে খেলা দেখা ভক্ত-সমর্থকরা। সেই ভিডিওটিই শেয়ার করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। ক্যাপশনে লিখেছে, ‘এটাই ফুটবলের শক্তি। মেসির গোলে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস।’
শুধু বেসরকারি সেই বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হাজার হাজার ফুটবল ভক্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিএসসি, মুহসীন হলের মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ঢাকার নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার সমর্থক। যেন কাতারের দোহায় অবস্থিত একটি ফিফা ফান ফেস্ট এগুলো।
কালের আলো/এসবি/এমএম