বেলজিয়ামকে হারিয়ে দুর্দান্ত জয় মরক্কোর

প্রকাশিতঃ 9:51 pm | November 27, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

শিরোনামটা খানিকটা উল্টেও বলা যায়, মরক্কোর কাছে এবার হেরেই বসল বেলজিয়াম। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তথৈবচ পারফর্ম্যান্স, তবু জয়টা এসেছিল। এবার হেরেই বসল মরক্কোর কাছে! তাও আবার ২-০ গোলে!

অথবা শিরোনামের মতো করেই বলা যায়। প্রথম ম্যাচে যে ক্রোয়েশিয়াকে বাগে পেয়েও হারানো হয়নি দলটির! সে আক্ষেপটা এবার এসে ঘোচাল আফ্রিকার দলটি। বেলজিয়ামকে স্তব্ধ করে দিলো ২-০ গোলের দারুণ এক জয়ে। এই হারের ফলে কেভিন ডি ব্রুইনাদের দলের গ্রুপ শ্রেষ্ঠত্ব তো বটেই, দ্বিতীয় রাউন্ডে ওঠাই পড়ে গেছে শঙ্কার মুখে।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি বেশ জমে উঠেছিল। ৫২ মিনিটে হ্যাজার্ডের শট মরক্কোর গেলরক্ষক কর্নারের বিনিময়ে রুখে না দিলে লিড নিতে পারতো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ৬৫ মিনিটে বদলি ড্রিয়েস মার্টিনের বক্সের মাথা থেকে নেওয়া শটও ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে মরক্কো কেবল দুটি গোলই আদায় করেনি, গোলের সুযোগও বেশি তৈরি করেছিল তারা। ৫৭ মিনিটে সোফিয়ানে বুফালের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় বেলজিয়াম।

প্রমার্ধের ইনজুরি সময়ে ফ্রি-কিক থেকে করা গোল বাতিল হলেও ৭৩ মিনিটের ফ্রি-কিকের গোলটি ছিল নির্ভেজাল। বাম প্রান্ত থেকে আব্দেল হামিদ সাবিরির ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় বেলজিয়ামের জালে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক থিবো কুর্তোয়ার হাতের নাগাল দিয়ে বলটি জাল কাঁপিয়ে দেয়।

৯২ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। প্রতি আক্রমণ থেকে বল ধরে হাকিমি বক্সে ঢুকে বল ঠেলে দিয়েছিলেন জাকারিয়া আবুখালার কাছে। আবুখালার চলন্ত বলে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

২-০ গোলে পিছিয়ে পড়ার আগে ১-১ করার দারুণ এক সুযোগ ছিল বেলজিয়ামের সামনে। ইয়ান ভারটোনগেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে মাথায় হাত পড়ে বেলজিয়ানদের।

মরক্কোর জয়ে ‘এফ’ গ্রুপটা বেশ জমে উঠলো। দুই ম্যাচে মরক্কোর ৪ পয়েন্ট, বেলজিয়ামের ৩। অন্য দিক ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

কালের আলো/ডিএস/এমএম