হাইভোল্টেজ ম্যাচে স্পেন-জার্মানির ড্র
প্রকাশিতঃ 9:58 am | November 28, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কাতার বিশ্বকাপের ই’গ্রুপে হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। ১-১ গোলে শেষ হয় ম্যাচটি। স্পেনের পক্ষে স্ট্রাইকার আলভারো মোরাতা ও জার্মানির পক্ষে স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগ গোল করেন। দু’জনই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন।
ক্যারিয়ারের দীর্ঘ সময় ফুলক্রুগ হিলেন দ্বিতীয় ডিভিশনের খেলোয়াড়। ২৯ বছর বয়সে জার্মানির জার্সি গায়ে অভিষেক হয়ে বিশ্বকাপে এসেই পেলেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গোল এবং জার্মানিকে বাঁচালেন পরাজয় থেকে।
জাপানের বিপক্ষে হারের একাদশ থেকে একাধিক পরিবর্তন নিয়ে এদিন স্পেনের বিপক্ষে একাদশ সাজায় জার্মানি৷ ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারের প্রতিশোধ নিতে স্পেনের উপর শুরু থেকেই চড়াও হয়। কিন্তু ম্যাচের প্রথম সুযোগটা পায় স্পেন। মাত্র ৭ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো স্পেন৷ কিন্তু দানি ওলমোর দুর্দান্ত শট নুয়্যারের হাত ছুঁয়ে বারে লাগলে গোল বঞ্চিত হয় স্পেন।
২৩ মিনিটে আবারো গোলের সুযোগ পায় স্পেন। এবার জর্দি আলবার ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের মাটি কামড়ানো শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। জার্মানি সুযোগ পায় এর দুই মিনিট পর। ২৫ মিনিটে গ্যানাব্রির শট গোলবারের অনেক দূর দিয়ে চলে যায়৷
৪১ মিনিটে ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত আসে এন্টনিও রুডিগারের কল্যাণে। ফ্রি কিক থেকে বাড়ানো বলে রুডিগার গোল করলে রেফারি ভিএআর এর কল্যাণে অফসাইডের সিদ্ধান্ত দেয় ফলে গোলবঞ্চিত হয় জার্মানি। ম্যাচের শেষ দিকে স্পেন কিছু চেষ্টা করলেও তা জার্মান রক্ষণভাগে প্রতিহত হলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
সবকিছু স্তব্ধ হয়ে যায় রেফারির বাঁশির শব্দে। ভিডিও সহকারী রেফারি (ভিএআর) থেকে অফসাইডের সিদ্ধান্ত আসে। এছাড়া প্রথমার্ধের বাকি সময়েও চলেছে স্পেন-জার্মানির আক্রমণ-প্রতি আক্রমণ।
বিরতি থেকে ফিরে প্রথমার্ধের ধারাবাহিকতা ধরে রাখে দুদল। ৫৫ মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচায় স্পেন গোলরক্ষক উনাই সিমন। জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিচের গোলমুখী বল ফিরিয়ে দেন সিমন। ঠিক ছয় মিনিট পরেই আসে কাঙ্ক্ষিত গোল। কিন্তু জার্মানি নয়, স্পেনের হয়ে গোলটি করেন আলভারো মোরাতা। গোলে সহায়তা করেন জর্ডি আলবা।
গোল হজম করে সেটি শোধ করতে মরিয়া হয়ে লড়াই শুরু করে জার্মানি। কিন্তু পোড়া কপাল তাঁদের। ৭১ মিনিটে জামাল মুসিয়ালার বানিয়ে দেওয়া বলটিতে নিকলাস ফুলক্রুগ পা বাধাতে পারলেই নিশ্চিত গোল পেত জার্মানি। ফেরা হতো সমতায়। কিন্তু ব্যর্থ হয় সে সুযোগ, ব্যর্থ হয় জার্মানি।
ঘুরে ফিরতেই আবারও সুযোগ পায় জার্মানি। লিরয় স্যানের দেওয়া বলটিতে এবার গোলের সুযোগ মিস করেন স্ট্রাইকার জামাল মুসিয়ালা। তবে আক্ষেপ ঘুচে গেছে ৮২ মিনিটেই। স্পটে নাম সেই জামাল মুসিয়ালার। না, মুসিয়ালা গোল করলেন না। তবে স্পেনের রক্ষণভাগ থেকে যেভাবে বলটি নিয়ে নিকলাস ফুলক্রুগকে দিলেন তা গোল থেকেও বেশি করলেন। মুসিয়ালার রেখে যাওয়া বলটি গোলে জড়ান ফুলক্রুগ। দল ফেরে ১-১ সমতায়।
এরপরে দুদলের চলে আরও কিছু আক্রমণ। তবে তাতে ব্যবধানের পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে স্পেন-জার্মানি। স্পেনের বিপক্ষে আজ হেরে গেলে বিদায় হতো জার্মানির। তবে ড্র করে এখনও আশা বাঁচিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কালের আলো/এবি/এএম