নির্বাচন গ্রহণযোগ্য না হলে দেশের অর্জন ম্লান হবে : সাখাওয়াত
প্রকাশিতঃ 4:00 pm | December 05, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী নির্বাচন যদি ঠিক ও গ্রহণযোগ্য না হয় তবে দেশের ভালো ভালো অর্জনকে ম্লান করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বুধবার মার্কিন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) প্রতিনিধিদলের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী নির্বাচন যদি ঠিক না হয় এবং এটা যদি এক্সেপ্টেবল না হয় দেশে-বিদেশে। দৃশ্যমান যদি ফ্রি ফেয়ার না দেখা যায়- যেটা এখন কিছু আলামত দেখা যাচ্ছে বিশেষ করে লংফোর্সিং এজেন্সির তৎপরতা এগুলো দে আর অবজারভিং। এটা হয়তো বাংলাদেশের যে অর্জন আছে। ভালো ভালো অর্জন আছে সেগুলো ম্লান করতে পারে।’
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘ওরা বলছেন যে অসুবিধা আছে। কিন্তু আমরা বলেছি তবুও অসুবিধা কাটিয়ে উঠবো আমরা।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার, ‘নির্বাচনে মিডিয়া যেনোস্বাধনীভাবে কাজ করতে। আমরা যারা নাগরিক সমাজের ওয়াচডগ তারা নিরপেক্ষ ও নির্দলীয়ভাবে কাজ করি বহুদিন ধরে।’
কালের আলো/এএম/এমএইচএ