বাংলাদেশের পতাকা হাতে গোল উদযাপনে মেসি!
প্রকাশিতঃ 7:43 pm | November 29, 2022
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক পেজে আপলোড করা হয়েছে ছবিটি। ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি মোটেই। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মধ্যে দারুণ আলোড়ন তুলেছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শেয়ার করেছেন লিওনেল মেসির ছবিটি। এক মেসিভক্ত ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কিছু জিনিস এডিটেড হলেও সুন্দর।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা আরও অনেকেই বলছেন। তারা বলছেন, ‘ছবিটি সম্পাদনা করে তৈরি করা হলেও ফুটবলের ক্ষুদ্র শক্তি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা যে মেসিদের জানা আছে এবং তারা যে দেশটিকে চিনছে, সম্মান করছে, এটি সম্ভব হয়েছে ফুটবলের কারণেই।’
ফুটবল যে দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে পারে, তাই যেন বোঝাচ্ছে এ ছবি।
মূলত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের সমর্থনের প্রতি সম্মান জানিয়েই ছবিটি টুইট করেছে তারা। দুদেশের ফুটবল সমর্থকদের মধ্যকার বন্ধুত্বের বার্তাও এই ছবি।
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লিওনেল মেসির গোলের পরে উদযাপনের ছবিটি এডিট করে হাতে বাংলাদেশের পতাকা ধরিয়ে দিয়ে টুইটে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’ সেখানে মেসির সঙ্গে বাংলাদেশি-ভক্তদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বুঝাতে যোগ করা হয়েছে ইমোজি।
একই ছবি পোস্ট করা হয়েছে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও। ছবিটি দিয়ে তারা লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’
কালের আলো/এবি/এমএম