কক্সবাজারে ৫ কোটি ২০ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
প্রকাশিতঃ 6:05 pm | December 01, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বালুখালী বিওপির অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) উখিয়ার বালুখালী বিওপির বিজিবি সদস্যরা এসব মাদক দ্রব্য উদ্ধার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির জানান, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বালুখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মায়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয় বিক্রয় করবে।
পরে সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
কালের আলো/এবিএ/এমএম