পুলিশ হত্যার মিশনে নতুন জঙ্গি সংগঠন: র্যাব
প্রকাশিতঃ 5:34 pm | December 05, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যরা পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছিল বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে রোববার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও গুলিস্তানে অভিযান চালিয়ে নতুন এই জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করে র্যাব।
গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ইসলাম নিয়ে কটূক্তি করায় তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া সাকিবসহ পাঁচজন পুলিশ সদস্যকে হত্যার দায়িত্ব পেয়েছিল।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা হিজরত করার লক্ষ্যে ঘরছাড়া তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দিতে রাঙামাটি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় পাঠাত। সেই সঙ্গে মগবাজারের ষোলো আনা নামের আতরের দোকান ব্যবহার করে পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণের জন্য বোমা তৈরির সরঞ্জাম ও রসদ সরবরাহ করত।
এ সময় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে যে জঙ্গিরা পালিয়ে গেছে, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী হিসেবে অবশ্যই আমরা এর দায় এড়াতে পারি না।’
তিনি আরও বলেন, ঘটনার আগে সতর্ক থাকলে জঙ্গিরা পালিয়ে যেত পারত না। আগে গোয়েন্দা তথ্য ছিল না বলেই জঙ্গিরা পালিয়ে যেতে পেরেছে। তবে র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সবার সহযোগিতায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধ করা সম্ভব হবে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে যারা পালিয়েছে, তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। তবে জঙ্গিদের বিভিন্ন সময়ের কার্যক্রম, তাদের সিসিটিভি ফুটেজসহ অনেক আলামত এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। এসব নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কোনো উসকানিমূলক তথ্য ছড়াচ্ছে কি না এবং বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে কি না, সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে র্যাব।
কালের আলো/এসবি/এমএম