আপিলেও বাদ পড়লেন তারা…

প্রকাশিতঃ 7:01 pm | December 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৫৪৩টি আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ তলায় গঠিত এজলাসে আপিল আবেদনের এ শুনানি চলছে। আজ (বৃহস্পতিবার) প্রথম দিন ১৬০ জনের আপিল শুনানি করার কথা রয়েছে। আপিল শুনানির নিষ্পত্তি চলবে শনিবার পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন।

আপিলেও যারা মনোনয়ন ফিরে পাননি তাদের হলো:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ডা. মোহাম্মদ তৈয়ব আলী (স্বতন্ত্র),
মাদারীপুর-৩ আসনের আব্দুল খালেক (জাতীয় পার্টি),
দিনাজপুর-১ আসনের পারভেজ হোসেন (স্বতন্ত্র),
দিনাজপুর-২ আসনের মোকাররম হোসেন (স্বতন্ত্র),
ঠাকুরগাঁও-৩ আসনের এসএম খলিলুর রহমান (বিকল্পধারা),
ফেনী-১ আসনের মিজানুর রহমান (স্বতন্ত্র),
কিশোরগঞ্জ-৩ আসনের ড. মিজানুল হক (স্বতন্ত্র),
ময়মনসিংহ-৪ আসনের আবু সাঈদ মহিউদ্দিন (স্বতন্ত্র),
নেত্রকোণা-১ আসনের নজরুল ইসলাম (মুসলিম লীগ),
ময়মনসিংহ-২ আসনের অধ্যক্ষ ইমদাদুল হক খান (জাতীয় পার্টি),
খুলনা-২ আসনের এসএম এরশাদুজ্জামান (জাতীয় পার্টি),
নাটোর-১ আসনের বীরেন্দ্রনাথ সাহা (সাম্যবাদী দল),
বগুড়া-৩ আসনের আব্দুল মুহিত তালুকদার (বিএনপি),
রাঙামাটি (সংসদীয় আসন-২৯৯) অমর কুমার দে (স্বতন্ত্র),
বগুড়া-৪ আসনের আশরাফুল হোসেন আলম (হিরো আলম),
হবিগঞ্জ-২ আসনের জাকির হোসেন (বিএনপি),
ঢাকা-১৪ আসনের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট),
সাতক্ষরা-১ আসনের এসএম মুজিবুর রহমান (স্বতন্ত্র),
বগুড়া-৬ আসনের মাহবুবুর রহমান (বিএনপি)।

কালের আলো/আরএ/এমএইচএ