দক্ষ ও যোগ্যমন্ত্রী তাজুল ইসলাম, আরও একবার উচ্চারণ ওবায়দুল কাদেরের

প্রকাশিতঃ 6:32 am | December 10, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

কুমিল্লা-৯ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘চমক জাগানিয়া’ এবারের মন্ত্রীসভায় প্রথমবারের মতোই অতি গুরুত্বপূর্ণ ও দেশের সর্ববৃহৎ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান মো.তাজুল ইসলাম। বঙ্গবন্ধুকন্যার অভিভাবকত্বে সাফল্যের সঙ্গেই পরিচালিত করছেন মন্ত্রণালয়। আলো ছড়িয়েছেন নজরকাড়া পারফরম্যান্সে।

তাঁর নেতৃত্বাধীন ‘জনবান্ধব’ স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে ইতিবাচক চর্চা হচ্ছে বিস্তর। কয়েক দফা মন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী তাজুল ইসলামের দক্ষ ও যোগ্য নেতৃত্বে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন টানা দু’বারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি তাকে ‘জনপ্রিয়’ মন্ত্রী অভিধায় ভূষিত করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সম্মেলনের বিশেষ বক্তা, সফল স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি। তিনি এই মন্ত্রীত্বের মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি একজন দক্ষ, যোগ্য ও পরিশ্রমী মন্ত্রী।’ এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশাল এই সম্মেলনে বড় শোডাউন করেন তাজুল ইসলামের অনুসারীরা। মন্ত্রীর বক্তব্যের সময় তার অনুসারী-অনুগামীদের স্লোগান সবার দৃষ্টি কাড়ে।

দলীয় সূত্র জানায়, সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংসদ সদস্য মুজিবুল হক। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিদায়ী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন। সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। দলীয় নেতাকর্মীদের সব বিভেদ ভুল গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

জানা যায়, এক সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নানা বদনাম ছিল। কিন্তু এই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েই তাজুল ইসলাম সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কর্মপ্রবাহ সঞ্চালিত করেন মন্ত্রণালয়টিতে। স্থানীয় সরকারকে রূপ দেন জনবান্ধব মন্ত্রণালয়ে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিদের। মন্ত্রীর বড় গুণ ভালো কাজে তিনি জনপ্রতিনিধিদের উৎসাহিত করেন এবং নেতিবাচক কাজে নিরুৎসাহিত করেন। কঠোর অ্যাকশন গ্রহণ করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও যুগোপযোগী করেছেন।

২০২১ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী তাকে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। তাঁর নেতৃত্বে অবশেষে ড্যাপ প্রণয়ন হয়েছে। আগের কোন স্থানীয় সরকারমন্ত্রীই এটি করে দেখাতে পারেননি। কিন্তু দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা থাকলে যেকোন দায়িত্বেই সফল হওয়া যায় এমন একটি বড় উদাহরণ তৈরি করেছেন বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় ঋদ্ধ এই মন্ত্রী। ড্যাপের মাধ্যমে রাজধানীকে সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণের জন্য সারাজীবন জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেছেন তেমনিভাবে কোটিকোটি নেতাকর্মী সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের পরে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষতবিক্ষত আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরেছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করেছেন।’

‘শেখ হাসিনার সরকার খাদ্য ঘাটতি পূরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, শতভাগ বিদ্যুতায়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আজকের বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে ম্যাজিক দেখাচ্ছে বাংলাদেশ’- যোগ করেন ‘কুমিল্লার শান্তির দূত’।

তিনি সম্মিলিতভাবে আশা করেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দলে পরিণত হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ হিংসা-বিদ্বেষ থাকবেনা। প্রতিটি ছাত্রসংগঠন, যুবসংগঠন এবং আ.লীগের সকল স্তরের সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমি রাজনীতির একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমার কাছে পরিস্কার মনে হচ্ছে, নেত্রী যাকে যেখানে দায়িত্ব দিবেন তিনি তার দায়িত্ব পালন করবেন। সে দায়িত্বের সাথে অঙ্গীকার করতে হবে, যেন কোন অবস্থাতেই যিনি পদে আছেন তিনি যেন নিম্ন আসনের মধ্যে বিভেদ সৃষ্টি না করেন। কুমিল্লার প্রতিটি আসনে নৌকার নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য জেলা কমিটির প্রতি আহবান জানাই। দেশের কমপক্ষে ২০০’র বেশি আসন নিশ্চিতের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও গুরুত্বারোপ করেন তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিক।

এর আগে চলতি বছরের মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সংসদের প্রাণকেন্দ্র সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের বক্তব্যের সূচনালগ্নেই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে একজন ‘জনপ্রিয় মন্ত্রী’ ও ‘প্রিয় সহকর্মী’ উপমায় ভূষিত করেছিলেন।

কালের আলো/এমএএএমকে