কক্সবাজারে প্রায় ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১
প্রকাশিতঃ 4:02 pm | December 10, 2022
কালের আলো প্রতিবেদক:
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অভিযানে সীমান্ত এলাকা থেকে ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ মাদক পাচারকারীকে আটক করে বলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির।
তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ১০,৬৬,০০,০০০/- (দশ কোটি ছেষট্টি লক্ষ) টাকা মূল্যমানের ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
কালের আলো/এসবি/এমএম