সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া

প্রকাশিতঃ 12:50 pm | December 13, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লাতিন ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলকে হটাতে পেরেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এখন লাতিন অঞ্চলের আরেক জায়ান্ট আর্জেন্টিনা। যাদের বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারের নজির নেই। কাতার বিশ্বকাপে শেষ চারের এই মহারণটি শুরু হবে আজ রাত ১টায়।

এখন পর্যন্ত আলবিসেলেস্তেরা যে কয়বার সেমিফাইনাল খেলেছে। ততবারই ফাইনালের দুয়ারে পৌঁছানোর গর্ব সঙ্গী হয়েছে তাদের। সর্বশেষ তো ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। সেবার জার্মানির কাছে হেরে মেসিদের শিরোপা বঞ্চিত হওয়া। এবারও আর্জেন্টিনার শিরোপা অভিযানে কেন্দ্রীয় চরিত্র এই মেসি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের পুরোভাগে আলোচনায় থাকলেন আর্জেন্টাইন অধিনায়ক-ই। লেফট ব্যাক তাগলিয়াফিকো যেমনটা বলেছেন, ‘আমাদের কাছে মেসিই অধিনায়ক ও নেতা। তার জন্যই মূলত আমাদের এতদূর পর্যন্ত আসা, প্রেরণাও দিয়েছে সে।’

ব্রাজিল বিশ্বকাপ ব্যর্থতার মঞ্চ হলেও এই বিশ্বকাপটাকে নিজের প্রাপ্তির মঞ্চ হিসেবে চাইছেন মেসি। কোপা আমেরিকা জিতে জাতীয় দলের হয়ে ট্রফি খরা ঘোচাতে পেরেছেন। এবার পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার সুবর্ণ সুযোগ। সেই মঞ্চে আজ রেকর্ড ছোঁয়ার হাতছানি তার সামনে। আজ মাঠে নামলেই জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৫টি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসাবেন।

তবে চার মিলিয়ন জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়াও ছেড়ে কথা বলার নয়। ক্রোয়েশিয়া হেড কোচ জ্লাতকো দালিচ মনে করেন টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছাতে পারলে সেটি হবে তার দেশের জন্য স্মরণীয় অর্জন। আজ তারা আর্জেন্টিনাকে বিদায় করতে পারলে জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে একই বিশ্বকাপে লাতিন দুই পরাশক্তিকে বিদায় করার গৌরব অর্জন করবে তারা। সেই কারণেই ক্রোয়াট কোচ বলেছেন, ‘যদি আমরা এই ম্যাচ জিততে পারি। তাহলে সেটা হবে আমাদের ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচ।’

মহারণের আগে অবশ্য অস্বস্তি নিয়েই মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনার। কার্ড নিষেধাজ্ঞায় মার্কাস আকুনা ও মন্তিয়েলের খেলা হচ্ছে না। লেফট ব্যাক হিসেবে থাকবেন তাগলিয়াফিকো। আশার কথা সুস্থ হয়ে ফিরছেন আনহেল দি মারিয়া ও রদ্রিগো দে পল। বিপরীতে ক্রোয়েশিয়ার কোনও ইনজুরি নেই। পুরো ফিট দলকেই দালিচ মাঠে নামাতে পারছেন।

কালের আলো/এসবি/এমএম