বক্সঅফিসে অক্ষয়, রজনীর হুঙ্কার, ২.০ হেলায় পার করল ৫০০ কোটি
প্রকাশিতঃ 6:04 pm | December 07, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
অক্ষয়, রজনীর ২.০ মুক্তি পাওয়ার দিনই ১০০ কোটির ব্যবসা করে, এরপর মাত্র ৬ দিনে গোটা বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসা করে রজনীকান্ত এবং অক্ষয় কুমারের এই সিনেমা, ফলে ‘বাহুবলি টু’-এর পর সর্বকালীন রেকর্ড গড়ল রজনী, অক্ষয়ের ২.০, যা নিয়ে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা
গত বৃহস্পতিবার মুক্তি পায় ২.০, রজনীকান্ত এবং অক্ষয় কুমারের এই সিনেমায় রয়েছে ভিএফএক্সের চোখ ধাঁধানো কারিকুরি। ২.০ বিশ্ব জুড়ে যে ব্যবসা শুরু করেছে, সে বিষয়ে ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন রমেশ বালা
মুক্তির প্রথম সপ্তাহেই ব্লকবাস্টার অক্ষয় কুমার এবং রজনীকান্তের এই সিনেমা ২.০-তে প্রথমে ঐশ্বর্য রাই বচ্চনের কথা ভাবা হলেও, পড়ে সেখানে জায়গা করে নেন এমি জ্যাকসন
২.০-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও, আক্কি-কে নিয়ে খুশি তার ভক্তরা ২.০-তে রজনীকান্তের বিপরীতে ভিলেন হলেও, অক্ষয় কুমারের দাপট এবং সুক্ষ্ম অভিনয় গোটা সিনেমা জুড়ে অব্যাহত
মুক্তির পর মাত্র ৬ দিনেই ৫০০ কোটির ব্যবসা পার করে ফেলল রজনীকান্তের এই সিনেমা
ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে দাপিয়ে ব্যবসা করছে ২.০, মার্কিন মুলুকের বাজারেও নিজের রং দেখাতে শুরু করেছে এই সিনেমা
অক্ষয় কুমার এবং এমি জ্যাকসনের প্রথম সিনেমা এই ২.০, যা ৫০০ কোটির বাজার ছুঁয়ে ফেলল
সুত্র: জিএন