জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের
প্রকাশিতঃ 1:56 pm | December 14, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলাটি আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ৪ অক্টোবর দলে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা।
এরপর জিএম কাদের যাতে জাপার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে না পারেন সে বিষয়ে ৩০ অক্টোবর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে জিএম কাদেরের করা আবেদন ১৬ নভেম্বর খারিজ করে দেন একই আদালত।
কালের আলো/ডিএস/এমএম