যশোরে ২ কেজি সোনার বারসহ আটক ১
প্রকাশিতঃ 8:50 pm | December 14, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যশোরের চৌগাছা থেকে ১৮টি সোনার বারসহ নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় এ অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বেলা ৩টার দিকে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে অভিযান চলাকালে তারা দেখতে পান মোটরসাইকেল চালিয়ে এক যুবক তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তারা নাজমুল হোসেনকে আটক করে। এরপর তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় দুই কেজি।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল ইসলাম বাবুর ছেলে।
উদ্ধার সোনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য দুই কোটি ৮০ হাজার টাকা বলে জানানো হয়েছে। নাজমুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা এবং সোনার বার ট্রেজারিতে জমাদানের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি।
কালের আলো/বিএএ/এমএম