ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই বইমেলায় প্রকাশ করলে ব্যবস্থা

প্রকাশিতঃ 6:27 pm | January 30, 2018

নিজস্ব প্রতিবেদক | কালের আলো:

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই বইমেলায় প্রকাশ করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রদায়িক আঘাত ও ধর্মীয় উস্কানিমূলক কোনো বই প্রকাশ না করতে প্রকাশকদের নিষেধ করে দেয়া হয়েছে। এমন বই মেলায় আনাও যাবে না। যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি কমিশনার একুশে বইমেলার নিরাপত্তার ব্যাপারেও কথা বলেন। তিনি বলেন, ‘বইমেলায় লেখক, প্রকাশক থেকে শুরু করে কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে তা দেওয়া হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মেলা এলাকায় শ্লীলতাহানিসহ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। মেলায় আসা সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে।’

তিনি বলেন, ‘সবাইকে মেটাল ডিটেক্টর ও তল্লাশি করে মেলায় প্রবেশ করতে হবে। ব্যাকপ্যাক, ভ্যানিটি ব্যাগ, দাহ্য ও ধারালো বস্তু নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না। দর্শনার্থীরা দোয়েল চত্ত্বর ও টিএসসি থেকে পায়ে হেটে মেলায় প্রবেশ করবে। এজন্য দোয়েল চত্ত্বর ও টিএসসি থেকে সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে। দোয়েল চত্ত্বর থেকে টিএসসির রাস্তার মধ্যে যে সকল কার্যালয় রয়েছে, শুধুমাত্র তারাই স্টিকারযুক্ত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘দোয়েল চত্ত্বর, শাহবাগ, নীলক্ষেত ও বকশিবাজার এলাকায় ডিএমপির বহিঃবেষ্টনী এবং পুরো এলাকার ভেতর অন্তঃবেষ্টনী থাকবে। ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। সোয়াট স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া ডগ স্কোয়াড পুরো এলাকা সুইপিং করবে। ছিনতাইকারী ও পকেটমারদের প্রতিরোধে ডিএমপির মোবাইল টিম কাজ করবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘লেখক, প্রকাশক থেকে শুরু করে কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে। নিয়ন্ত্রণ কক্ষ তার নিরাপত্তার ব্যবস্থা করবে।’

তিনি বলেন, মেলায় নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার থেকে এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে পুলিশ সার্বক্ষণিক পুরো এলাকা পর্যবেক্ষণ করবে।

 

কালের আলা/ওএইচ/এমকে