হুয়াওয়ের নির্বাহীকে গ্রেফতারে রাজনৈতিক উদ্দেশ্য নেই: ট্রুডো
প্রকাশিতঃ 3:40 pm | December 07, 2018
কালের আলো ডেস্ক:
চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেন ওয়ানঝো’কে গ্রেফতারের বিষয়ে কানাডার সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির
জাস্টিন ট্রুডো বলেন, মেন ওয়ানঝো’কে গ্রেফতারে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
বৃহম্পতিবার মিন্ট্রয়ালে সাংবাদিকদের ট্রুডো বলেন, মেন ওয়ানঝো’কে গ্রেফতারের বিষয়টি কয়েকদিন আগে তার সরকার জেনেছে। তবে মেন’কে গ্রেফতারের বিষয়ে কানাডা সরকারের কোনো ভূমিকা নেই।
তিনি আরও বলেন, আমি প্রত্যেককে আশ্বস্ত করতে পারি যে আমরা এমন একটি দেশ যাদের স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আছে।
কানাডার ভ্যাঙ্কুভারে গত ১ ডিসেম্বর গ্রেফতার করা হয় হুয়াওয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ডেপুটি চেয়ারম্যান মেন ওয়াংঝোকে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
মেন ওয়াংঝোকে’র বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে কানাডার বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, মেন ওয়াংঝোকে আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং তিনি একটি প্রকাশনা বাতিলের অনুরোধ করেছেন
তবে কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করায় হুয়াওয়ের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাকে কানাডায় গ্রেফতার করা হয়।
কানাডায় চীনের দূতাবাস এ গ্রেফতারের নিন্দা জানিয়েছে এবং মেন-এর মুক্তি দাবি করেছে।
কালের আলো/ওটিএ/এমএইচএ