মেসির বিশ্বকাপ ছোঁয়ার ছবি টুইট করে যা লিখলেন নেইমার

প্রকাশিতঃ 11:11 am | December 19, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

নিজে ছিটকে গেছেন, তাতে কী! বন্ধু মেসির বিশ্বজয় যে তাকেও ছুঁয়ে গেছে। তাই তো মেসি বিশ্বকাপ জয়ী হওয়ায় তার ছবি টুইট করে বিশ্বের কাছে ভালোবাসার জানান দিলেন পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে মেসি বন্দনা। সে বন্দনায় সামিল হয়ে মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ছবিতে মেসির হাতে গোল্ডেন বলের ট্রফিও দেখা যায়।

তার এই টুইট হয়তো এও বলে দিচ্ছে, তোমার হাতে এ ট্রফি উঠুক… তা বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় আর্জেন্টিনার, তাতেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা।

কালের আলো/এমএইচ/এসবি