‘নির্বাচন থেকে বিরোধীদলকে দূরে সরাতে ইসির চক্রান্ত অব্যাহত’
প্রকাশিতঃ 12:24 pm | December 08, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ জাতীয় নির্বাচন থেকে বিরোধীদলকে দূরে সরিয়ে দিতে নির্বাচন কমিশনের (ইসি) হীন চক্রান্ত অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার(৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে, এলাকা ছাড়া করা হচ্ছে, ভয়-ভীতি দেখানো হচ্ছে। গুম, খুন ও অপহরণ করা হচ্ছে-এর দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারকে। কেননা জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে।’
তিনি আরও বলেন, ‘দেশবাসী জানেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে সমান সুযোগ বা সমান্তুরাল মাঠ তৈরি করার সাংবিধানিক বাধ্য-বাধকতাকে উপেক্ষা করে সরকারের সহয়তাকারী আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিরোধীদলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্ত অব্যাহত রয়েছে। সিইসি সরকারের নীলনকশা বাস্তবায়নের অন্যতম একজন ব্যক্তি।’
কালের আলো/আরএ/এমএইচএ