জুবায়ের পন্থীদের ৬ দফা দাবি
প্রকাশিতঃ 3:35 pm | December 08, 2018
কালের আলো, গাজীপুর:
গাজীপুরে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুবায়ের পন্থী আলেমরা। সংবাদ সম্মেলনে তারা ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র ও সাধারণ তাবলিগি সাথীদের উপর হামলার ঘটনায় সা’দ ও ওয়াসিফ পন্থীদের বিচার দাবি করেন।
শনিবার সকালে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় তাবলীগ জামাতের গাজীপুর মারকাজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মুফতি তাওহীদুল হক বলেন, তাবলিগ জামাতের কার্যক্রম বাংলাদেশসহ সারা বিশ্বে কোরআন ও সুন্নার ভিত্তিতে সার্বজনিন কিছু উসুলের সঙ্গে পরিচালিত হচ্ছে। সময়ের পরিক্রমায় ইজতেমার মুরব্বিরা মারা যাওয়ার পর তাদের শূন্যস্থান পূরণ না করে মাওলানা সা’দ নিজকে আমির দাবি করে এককভাবে গুরুত্বপূর্ণ দাওয়াতি ও আমিল কাজের ফয়সালা দিতে থাকেন। এ ছাড়া তিনি কোরআন ও হাদিসের নিজস্ব মতামত ও মনগড়া ব্যাখ্যা দিয়ে ওলামায়ে কেরামদের বিরাগভাজন হন। তিনি তাবলীগের মূল উসুল থেকে সরে গিয়ে নতুন নতুন উসুলের সমাবেশ ঘটান। বিশেষ করে আমভাবে মাছআলা বয়ান করে মুসলমানদের মধ্যে বিভেদ বিশৃংখলা সৃষ্টি করেন।
পরে মুফতি তাওহীদুল হক তাদের ছয়দফা দাবি তুলে ধরেন। দফাগুলো হলো- ওয়াসিফ-নাসিমগং ও প্রত্যক্ষভাবে হতাহত করার কাজে জড়িতদের ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শান্তি, ওয়াসিফ-নাসিম পদালোভী ব্যক্তিদের তাবলীগের সুরা থেকে বহিষ্কার করা, টঙ্গী ময়দান অনতিবিলম্বে ময়দানের সুরার সাথীদের তত্ত্বাবধানে ফিরিয়ে আনা, যথা সময়ে দুই পর্বে ১৮-২০ জানুয়ারি ও ২৫ থেকে ২৭ জানুয়ারি ইজতেমা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কাকরাইল ও টঙ্গীর ময়দান মাওলানা সা’দ-ওয়াছিফ পন্থীদের কবল থেকে মুক্ত করা এবং যেহেতু জমহুল ওলামায়ে কেরাম ও মাশায়েকদের দৃষ্টিতে মাওলানা সা’দ কোরআন-হাদিসের পরিপন্থী ও শরিয়ত ও আকিদাবিরোধী দৃষ্টিভঙ্গি লালন করছেন, তাই সা’দ পন্থী বিভ্রান্ত ফেরকার কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে না দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি নূরুল ইসলাম, মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আতাউর রহমান, প্রফেসর নুরুজ্জামান, কাজী মঈন, মুফতি আবু ত্বনহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে হামলায় আহত বেশ কিছু মুসল্লি উপস্থিত ছিলেন। তারা ওই দিনের সা’দ পন্থীদের হামলার বিবরণ তুলে ধরেন।
কালের আলো/এএ/এমএইচএ