ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, মাদক কারবারী আটক

প্রকাশিতঃ 1:46 pm | December 28, 2022

কালের আলো ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ ইমন (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাছ আলী এই অভিযানের নেতৃত্ব দেন।

র‍্যাব-১৪ সূত্র জানায়, আটক মাদক কারবারির সঙ্গে থাকা পিকআপ তল্লাশি করে ২৪২ বোতল ফেন্সিডিল ও ৫৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

কালের আলো/এএইচ/এমকে