ড. কামালের কর ফাঁকি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
প্রকাশিতঃ 2:47 pm | December 09, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকার বিরোধী রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা, বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই তদন্ত যেন ভোটে প্রভাব না ফেলে সেই বিষয়টিও মাথায় আছে রাজস্ব বোর্ডের।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে এনবিআর। এটা সময়সাপেক্ষ ব্যাপার। ব্যাংকে খোঁজখবর নিতে হবে।
নির্বাচন সামনে রেখে দুদকের এই কার্যক্রম যেন কোনো প্রভাব না ফেলে সেটি মাথায় আছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভোট সামনে রেখে যদি আমরা বিষয়টি নিয়ে খড়গহস্ত হই তবে অনেকে মনে করতে পারেন যে, তিনি বিরোধী পক্ষ বলে ধরা হচ্ছে।
ভোট বলে অনেককে ছাড় দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, পরিস্থিতি যাতে ওই লাইনে না যায় সে বিষয়ে আমরা সতর্ক।
এর আগে গত ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা জানতে চায়।
কালের আলো/এএ/এমএইচএ