বাংলাদেশের ১০ম টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ

প্রকাশিতঃ 11:23 am | January 31, 2018

কালের আলো ডেস্ক:

সাকিব আল হাসানের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এর মাধ্যমে আরও একজন টেস্ট অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। রিয়াদ বাংলাদেশের ১০ম টেস্ট অধিনায়ক।

এর আগে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন নয় জন। তারা হলেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সবচেয়ে বেশি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর।

টেস্টে বাংলাদেশের অভিষেক হয় ২০০০ সালের ১০ নভেম্বর। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু টাইগারদের। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।

টেস্টে অভিষেক ম্যাচেই দলের হয়ে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম। ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি। টেস্ট অভিষেকের পর প্রথম জয় পেতে ৩৫ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।