স্বাস্থ্যের ডিজি পদে খুরশীদ আলমই থাকছেন

প্রকাশিতঃ 6:56 pm | January 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক (ডিজি) পদে এর আগে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে ইতিমধ্যে চুক্তি ভিত্তিতে নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে আবার নিয়োগ দেওয়া হলো।

আগের নিয়োগ অনুযায়ী মহাপরিচালক হিসেবে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদকাল শেষ হয় গত ৩১ ডিসেম্বর। এখন আরও দুই বছর একই পদে থাকবেন।

২০২০ সালের ২৬ জুলাই থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে আছেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তাঁর চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তাঁকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

কালের আলো/বিএএ/এমএম