দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই: ড. কামাল
প্রকাশিতঃ 2:04 pm | December 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বলেছেন, দেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হওয়া জরুরী। দেশের মালিক জনগণ, আর জনগণের মালিকানা তাদেরকে ফিরিয়ে দিতে হবে।
সোমবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজনীতি ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব মোফাজ্জল করিম, মোঃ নূরুল হুদা মিলু, আবদুল্লাহ আল মামুন ও তালুকদার মনিরুজ্জামান মনির প্রমুখ।
ড. কামাল বলেন, বিনা বিচারে হত্যাকাণ্ড মহামারি আকারে বাড়ছে যা মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে এসব হত্যাকাণ্ড বাড়ছে।
কেন দেশে মানবাধিকার লংঘন কিংবা গুম খুন আরও বাড়ছে তার তদন্ত হওয়া উচিত এবং এ জন্য সরকারের জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
কালের আলো/এনএম/এমএইচএ