স্থগিত হল ভিকারুননিসার ভর্তি কার্যক্রম
প্রকাশিতঃ 3:33 pm | December 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে স্থগিত রয়েছে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম। তবে এ ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান গাজী আশরাফ তালুকদার।
তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারের আত্মহত্যাকে কেন্দ্র করে দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এ কারণে সকল শাখার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করতে নতুন গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু গভর্নিং বোর্ডের সভা এক সপ্তাহ আগে ডাকা হয়, তাই সোমবার পরবর্তী সভার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেই সভায় কবে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে আগামী ৩০ ডিসেম্বরের আগে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম ৮, ১০ ও ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি হওয়া নিয়ে দ্বিধার মধ্যে পড়েন।
কালের আলো/এএ/এমএইচএ