সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের সঙ্গে ভারতের সিডিএস’র টেলিফোন আলাপ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রকাশিতঃ 8:46 pm | January 19, 2023

কালের আলো রিপোর্ট :

ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে সম্প্রতি অভিষিক্ত হয়েছেন জেনারেল অনিল চৌহান। দায়িত্ব গ্রহণের পর পরই বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র সঙ্গে সৌজন্য টেলিফোন আলাপ করেছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তাকে বাংলাদেশে সৌজন্য সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ টেলিফোন করার জন্য ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন দায়িত্বভার গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।

জেনারেল শফিউদ্দিন ও জেনারেল অনিল পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বন্ধুপ্রতিম দেশ হিসেবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বর্তমান পারস্পরিক প্রশিক্ষণ সহযোগিতাকে আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। এই কথোপকথনের মধ্যে দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করেছে আইএসপিআর।

কালের আলো/এমএএএমকে