না ফেরার দেশে মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নাতাশা

প্রকাশিতঃ 5:38 pm | January 20, 2023

কালের আলো ডেস্ক:

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপিকা ও চিকিৎসক এন কে নাতাশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিন বছর ধরে ক্যানসারেও আক্রান্ত ছিলেন নাতাশা।

শুক্রবার (২০ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক।

মাছরাঙা টেলিভিশনের বার্তাকক্ষ জানায়, এন কে নাতাশার মৃত্যুতে শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। আজ বাদ জুমআ মহাখালী ডিওএইচএস মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রেজোয়ানুল হক বলেন, ‘নাতাশা ক্যানসারে আক্রান্ত ছিলেন। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা হলেও তিনি মূলত চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি।

কালের আলো/বিএএ/এমএম