নাদিয়াকে চাপা দেয়া ভিক্টর বাসের চালক ও হেলপার গ্রেফতার

প্রকাশিতঃ 1:21 pm | January 23, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে রোববার রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নং ৪৬।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাজধানীর আশকোনায় অবস্থিত বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে মাত্র ১৫ দিন আগে ভর্তি হয়েছিলেন শিক্ষার্থী নাদিয়া (১৯)। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি উত্তরা এলাকায় থাকতেন। তার পরিবারের সদস্যরা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তা অকালেই ঝরে গেল সড়কে।

নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তবে দীর্ঘদিন ধরে নাদিয়ার পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার চাষাড়াতে বসবাস করে আসছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে রাজধানীর প্রগতি সরণি এলাকায় বই কিনতে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় একটি মার্কেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাদিয়া মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। মুহূর্তেই বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নাদিয়া। এছাড়া মোটরসাইকেল চালক অক্ষত ছিলেন। পরে নাদিয়ার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

কালের আলো/এসবি/এমএম