৮৫ বছর পর বিবিসি আরবি রেডিওর সম্প্রচার বন্ধ

প্রকাশিতঃ 7:12 pm | January 28, 2023

কালের আলো ডেস্ক:

বিবিসি বাংলা বন্ধের এক মাস পার না হতেই খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এবার বন্ধ হয়ে গেল বিবিসি আরবি রেডিও।

শুক্রবার (২৭ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় এর সর্বশেষ সম্প্রচার হয়। এর মাধ্যমে বিবিসি আরবি বিভাগের ৮৫ বছরের রেডিও সম্প্রচারের সমাপ্তি ঘটে। তবে, বিবিসি বাংলার মতো এ ক্ষেত্রেও বিবিসির অনলাইন সেবা চালু থাকবে। খবর আলজাজিরার।

বিবিসি নিউজের মধ্যপ্রাচ্যের সংবাদদাতা জিম মুইর এক টুইট বার্তায় বলেন, ‘৮৫ বছর পর বন্ধ হয়ে যাওয়া বিবিসি আরবির শেষ সম্প্রচার শুনে আমার দুচোখ অশ্রুসিক্ত। কয়েক দশক ধরে শোনা মানুষের কাছে বিষয়টি অনেক অর্থ বহন করে। এখন বাতাসের তরঙ্গের মৃত্যু হলো। একটি যুগের সমাপ্তি ঘটল।’

বিবিসি এম্পায়ার সার্ভিসের প্রথম কোনো বিদেশি ভাষায় রেডিও সম্প্রচার ছিল বিবিসি আরবি। এর প্রথম সম্প্রচার হয় ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। নেটওয়ার্কটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫৬ সালের সুয়েজ সংকট, আরব-ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিনি আন্দোলন ও ইরাক আক্রমণের মতো আরববিশ্বের অসংখ্য ঘটনা কাভার করে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর বন্ধ হয় বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। ১৯৪১ সালের ১১ অক্টোবর বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়ে দীর্ঘ ৮১ বছর সম্প্রচারে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছাতে এর যাত্রা শুরু হয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের মধ্যে বিবিসি বাংলা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

কালের আলো/এসবি/এমএম