ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১০

প্রকাশিতঃ 6:43 pm | February 04, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৭ জন ঢাকার হাসপাতালে ও তিনজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় ২৫ জন এবং ঢাকার বাইরে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৮ জন এবং ঢাকার বাইরে ৩০৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩৯ জন এবং মারা গেছে ৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

কালের আলো/এমএইচ/এবি