ডাবল সেঞ্চুরির পথে মুমিনুল: বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪

প্রকাশিতঃ 8:01 pm | January 31, 2018

কালের আলো ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে রেকর্ড গড়েই প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ইতিহাসে টেস্টের প্রথম দিনে নিজেদের সর্বোচ্চ রান পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টের শুরুর দিনে এর আগে সেরা ছিল ২০১২ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে ৩৬৫ রান।

সেই রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশের সংগ্রহ এবার চার উইকেটে ৯০ ওভারে ৩৭৪ রান। টেস্টের ভাষায় মুমিনুল ও মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুমিনুল হক। আর মাত্র ২৫ রান পেলেই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করবেন তিনি। প্রথম দিনের খেলা শেষে মুমিনুল হক ১৭৫ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রান নিয়ে অপরাজিত আছেন।

বুধবার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল দ্রতই টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি তুলে নেন। ভাল শুরু করে দলীয় ৭২ রানের ব্যক্তিগত ৫২ রান করে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন মুমিনুল হক সৌরভ। দলীয় ১২০ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। লাকশান সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল। তিনি ৭৫ বলে চারটি চারে ইমরুলের রান ৪০। তামিম ও ইমরুল বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে অসাধারণ ব্যাট করে মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

মুমিনুল হক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এরপর মুশফিকুর রহিমও হাফসেঞ্চুরি করে সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু তাদের ২৩৬ রানের অসাধারণ জুটিতে আঘাত হানেন লঙ্কান পেসার লাকমাল। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিক। শেষ বিকেলে নার্ভাস নাইন্টির শিকার হয়ে বিদায় নেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দলীয় ৩৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৯২ রান করে নার্ভাস নাইন্টির শিকার হয়ে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৯২ বলে দশটি বাউন্ডারিতে এ রান করেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসাবে ব্যাটিংয়ে নেমে হতাশ করে ফেরেন লিটন কুমার। প্রথম বলেই শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মুমিনুলের সাথে ব্যাট করতে নেমে ২০ বলে ৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেন। অন্যদিকে মুমিনুল হক ২০৩ বলে ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায় ১৭৫ রান করে এখন ডাবল সেঞ্চুরির পথে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।