মেলায় আসছে বেনজীর আহমেদসহ তিন গবেষকের বই
প্রকাশিতঃ 10:39 am | February 09, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অমর একুশে বই মেলা উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ ডক্টরেট ডিগ্রি অর্জন করা তিনজন গবেষকের গবেষণামূলক বইয়ের মোড়ক উম্মোচন হতে যাচ্ছে।
ড. বেনজীর ছাড়া বাকি দুই গবেষক হলেন- ব্যাংকার ও গবেষক ড. মো. আরিফুর ইসলাম এবং এনবিআরের সাবেক সদস্য (গ্রেড-১) ড. সৈয়দ মো. আমিনুল করিম।
তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন অনুষদের অধীনে ডি.বি.এ প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ থেকে এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলামের তত্ত্বাবধানে ডিবিএ প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী হিসেবে (রেজি নং-১৩/২০১৪-২০১৫) বেনজীর আহমেদ, আরিফুর ইসলাম এবং ড. সৈয়দ মো. আমিনুল করিম ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, হাক্কানি পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা।
বেনজীর আহমেদ ২০১৯ সালের মে মাসে যখন ডক্টর ডিগ্রি অর্জন করেন তথন তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) ছিলেন। ‘আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত শান্তিরক্ষীদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
বেনজীর আহমেদ তার অভিসন্দর্ভে জাতীয় অর্থনীতিতে পুলিশ শান্তিরক্ষীদের অবদান এবং শান্তিরক্ষা মিশনসমূহ প্রায় তিন দশক দায়িত্ব পালন লব্ধ অভিজ্ঞতা দেশের পুলিশ সংগঠনে ইতিবাচক পরিবর্তনে কী ধরনের ভূমিকা পালন করেছেন সেটি তুলে আনার চেষ্টা করেন। এর আগে বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ ও এল.এল.বি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি এম.বি.এ ডিগ্রিও অর্জন করেন।
বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ (এপিসিএসএস), অস্ট্রেলিয়ার ক্যানবেরার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরে বিশ্বব্যাংক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেছেন।
২০২০ সালের ৮ এপ্রিল তিনি দেশের ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান। ওই বছরের ১৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া বেনজীর আহমেদ সপ্তম বিসিএসে ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। র্যাবের ডিজি হিসেবে সাড়ে পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের আগে তিনি প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ছিলেন। কর্মক্ষেত্রে বেনজীর আহমেদ একজন ডায়নামিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম