তিন গবেষকের গবেষণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিতঃ 9:06 pm | February 13, 2023
কালের আলো রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন অনুষদের অধীনে ডিবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচের ডক্টরেট ডিগ্রি অর্জনকারী তিন গবেষকের তিনটি গবেষণামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনে ড. হাছান মাহমুদ ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচিত তিনটি গ্রন্থ হলো- ব্যাংকার ও গবেষক ড. মো: আরিফুল ইসলামের নন পারফরমিং লোনস ইন বাংলাদেশ, সাবেক এনবিআর সদস্য ড. সৈয়দ মোঃ আমিনুল করিমের ব্যাংকিং ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ এবং সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদের বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ ইন ইউএন পীস কিপিং ফোর্স।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাক্কানি পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা।
বইগুলি একুশে বইমেলার হাক্কানী পাবলিশার্সের ৬১৪-৬১৫ নাম্বার স্টলে এবং প্রথমাসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।
কালের আলো/বিএএ/এমএম