ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের
প্রকাশিতঃ 1:56 pm | February 14, 2023
কালের আলো ডেস্ক:
ফেসবুকে সরব উপস্থিতির জন্য বেশ আগে থেকেই জনপ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন সময় নিজের ছবি পোস্ট করেন তিনি। কখনো কাজের ব্যবস্থা, কখনো প্রচারকাজ, কখনো বা মুচকি হাসি ধরা পড়ে ছবিতে। আর ভালোবাসা দিবসের এমন বিশেষ দিনে ফেসবুকে তার ছবি থাকবে না, তা হতেই পারে না।
তাইতো বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালোবাসা দিবসে দিনের শুরুতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’।
এদিকে, আজ ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্তকে বরণ করে নিচ্ছে দেশ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও তে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এর মধ্যে আজ বসন্ত উৎসব-১৪২৯ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরাও অংশ নেবেন। তাদের সংগীত, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্যের পাশাপাশি বসন্তের পোশাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন থাকছে।
কালের আলো/এসবি/এমএম