ঢাকার পথে প্রধানমন্ত্রী, করবেন পথসভা
প্রকাশিতঃ 10:33 am | December 13, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা মেয়াদে সরকার গঠনে নৌকার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা করবেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে শেখ হাসিনার গাড়ি বহর রওনা দেয়।
আওয়ামী লীগ সভাপতির আজকে যেসব স্থানে পথসভা করার কথা রয়েছে সেগুলো হলো— ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় ও ফরিদপুরের মোড়; রাজবাড়ী জেলার রাজবাড়ী রাস্তার মোড়; মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।
তবে সকাল ৯ টা ৫৬ মিনিটে গোপালগঞ্জ কাশিয়ানি মোড়ে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তার কর্মসূচিতে এই বিরতি নির্ধারিত ছিল না। কিন্তু নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান আগে থেকেই শেখ হাসিনার আগমন উপলক্ষে কাশিয়ানি মোড়ে অবস্থান নিলে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সেখানে জমায়েত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন।
এর আগে, বুধবার (১২ ডিসেম্বর) সকালে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে নিজ নির্বাচনি এলাকা কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ অয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেন। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবন কমপ্লেক্সে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার জনসভায় বুধবার সরকারের ধারাবাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলে কেউ কখনও বঞ্চিত হয় না, সবাই উন্নত জীবন পায়। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। নৌকায় ভোট দিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আজ বাস্তব হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে, সেই সুযোগ আমি দেশবাসীর কাছে চাই। এখানে আমার মা-বোনরা আছেন, তাদের বলতে চাই— নৌকায় ভোট দিয়ে কেউ কখনও বঞ্চিত হয় না। নৌকায় ভোট দিলে সবাই উন্নত জীবন পায়। আমার এই কথা সবার কাছে পৌঁছে দেবেন। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।’
শেখ হাসিনা আরও বলেন, দেশবাসীকে আহ্বান জানাব, আমরা যখন ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব, সেই সময় যেন স্বাধীনতাবিরোধী, খুনি, রাজাকার এবং আগুন-সন্ত্রাসীরা ক্ষমতায় আসতে না পারে। তাহলে তারা দেশকে ধ্বংস করে দেবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে। আবার এ দেশের মানুষ ক্ষুধার্ত হবে। মানুষের ভাগ্য নিয়ে যেন আর তারা ছিনিমিনি খেলতে না পারে, সেই জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান আমি জানাচ্ছি।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারও তিনি এই আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে ধানের শীষের প্রার্থীসহ আরও চার জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন— বিএনপির এস এম আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের মো. মারুফ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকির ও মো. এনামুল হক।
একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন ছাড়াও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল শেখ হাসিনার। তার পক্ষে মনোনয়নপত্রও দাখিল করেছিলেন দলের নেতারা। কিন্তু শেষ পর্যন্ত আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।
কালের আলো/এএন/এমএইচএ