শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না: হাইকোর্ট

প্রকাশিতঃ 12:16 pm | February 16, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) এ সংক্রান্ত এক রিটের রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের এই রায়ের ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা জানাতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

কালের আলো/ডিএসবি/এমএম