হামলার পেছনে যারা আছে তদন্ত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 12:58 pm | December 13, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচনী প্রচারণার শুরুতে যারা হামলা করছে বা ষড়যন্ত্র করছে এর যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-১২ আসন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দারা যা জানাচ্ছে যাদের নামে নানান ধরনের ওয়ারেন্ট ছিল নানা মামলায় যারা আসামি ছিল বা বিদেশ থেকে ফিরে আসছে। সেজন্য হয়তো এমন পরিস্থিতি হয়তো হতে পারে। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ হয়েছে। তাদের পেশাদারী দক্ষতায় তারা আজকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছে।’
প্রতীক বরাদ্দের পর বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষ নিয়ে তিনি বলেন, ‘হামলা হয়েছে এটার যথাযথ তদন্ত করে এর পেছনে যারা আছে বা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কালের আলো/এনএ/এমএইচএ