তিন মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু
প্রকাশিতঃ 8:08 pm | February 18, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশজুড়ে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত সমস্যায় ১০৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭৬১ জন। এর মধ্যে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯২৬ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ৪ লাখ ৩ হাজার ৮৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিবরণে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ১০৬ জন মৃত্যু হয়। এছাড়া শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন, মারা গেছেন তিনজন।
এছাড়া এআরআই ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৩ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৪৯৬ জন।
আইসিডিডিআর,বির তথ্যানুযায়ী— বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এর মধ্যে ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।
কালের আলো/ডিএস/এমএম