ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিতঃ 4:13 pm | February 19, 2023

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ তপু মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) কোতোয়ালী থানা এলাকার পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজ মাঠ প্রবেশের রাস্তার সামনে থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী মডেল থানার (ওসি) শাহ কামাল আকন্দ কালের আলো’কে জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ হাজী কাশেম আলী কলেজ মাঠের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ কেজি গাঁজাসহ তপুকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এসবি/এমএম