‘জীবনটাই এমন, পিএসজির হয়ে শিরোপা জিততে চাই’
প্রকাশিতঃ 10:28 am | March 08, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বার্সেলোনার হয়ে একের পর এক শিরোপা উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে ক্লাব পর্যায়ে এতো এতো অর্জনও তেঁতো হয়ে যাচ্ছিল মেসির। পরপর চার বিশ্বকাপে খেলেও নাগাল পাচ্ছিলেন না বিশ্বমঞ্চের শিরোপার। শেষমেশ কাতার বিশ্বকাপে শিরোপা আক্ষেপ ঘুচান মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উৎসবে মাতে লে আলবিসেলেস্তেরা।
২০২১ সালে বার্সা ছেড়ে প্যারিসে নাম লেখান মেসি। কিন্তু পিএসজিতে থিতু হওয়ার পর হঠাৎ করেই দেখেন ছন্দপতন। এতে প্রথম মৌসুমটা নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ব্যক্তিগত অর্জনে নিজেকে ছাড়িয়ে যাওয়া মেসি সেই মৌসুমে থেকেছেন প্যারিস জায়ান্ট ক্লাব পিএসজির অন্যদের ছায়া হয়ে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া আর একাধিক ব্যর্থতার বিষন্নতায় মেসি সমর্থকদের ধুয়োধ্বনিও শুনেছেন। প্রথম বছরটা কাটিয়েছেন দুঃস্বপ্নের বিষাদে। খেই হারিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা তবে চলতি মৌসুমে নামের পাশে জুড়েছেন একাধিক অর্জন। হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাবে, নিজের জাত চিনিয়েছেন এই বিশ্বসেরা ফুটবলার।
বুধবার (৮ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কিছুটা বাড়তি চাপে থাকবে মেসি-এমবাপ্পেরা। কারণ, প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছে ফরাসি ক্লাবটি। আর এরই মধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা নেইমার। সব মিলিয়ে অস্বস্তিতেই আছে ক্লাবটি।
এদিকে পিএসজির ওয়েবসাইটে এক সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এতে তিনি তার বিশ্বমঞ্চের অর্জন ও পিএসজির হয়ে কাটানো নানান মুহূর্তের বিষয়ে আলোকপাত করেছেন। মেসি কথা বলেছেন দুই দশকের বেশি সময় কাটানো বার্সেলোনা থেকে ছেড়ে আসার পরের অধরা অধ্যায়ের স্মৃতি নিয়েও।
মেসির দাবি, প্যারিসে প্রথম বছরে মানিয়ে নিতে সময় লেগেছে। কিন্তু চলতি মৌসুম ভিন্নভাবে অনুভব করেছেন তিনি। এর পেছনে বিভিন্ন কারণও রয়েছে।
মেসি ভাষ্যমতে, তার এখনও অনেক কিছু জেতার ইচ্ছে রয়েছে। তিনি প্যারিসের ক্লাব, শহর ও এর মানুষদের অনুভব করতে শুরু করেছেন।
আর্জেন্টাইন জাদুকরের বিশ্লেষণ, চলতি মৌসুমটা খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছি। তবে আমার জীবনটাই এমন। প্রতিদিনই নিজেকে নিংড়ে দিই, আরও বেশি সাফল্য চাই।
বার্সার হয়ে একাধিক শিরোপাজয়ী মেসির ভাষ্য, আমি প্যারিসের হয়ে শিরোপা জিততে চাই। মৌসুমের শুরুতে যেসব বড় শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছি, সেগুলো জিততে চাই।
এদিকে বায়ার্নের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়ে মেসির দাবি, বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। সবার এটাই লক্ষ্য। এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।
সাতবারের ব্যালন ডি’আর জয়ী মেসি বলেন, আমরা মিউনিখে গিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলব। তবে আমার মনে হয়, নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করলে জেতা সম্ভব।
কালের আলো/এমএইচ/এসবি