নরসিংদীতে হাসিনা-হাকিম মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তৃণমূলে উন্নত চিকিৎসা সেবার গোড়াপত্তন
প্রকাশিতঃ 9:54 pm | March 10, 2023
নরসিংদী প্রতিবেদক, কালের আলো:
মা ড.হাসিনা খাতুন ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি কর্মরত ছিলেন দিনাজপুরে। সেখানেই তিনি মুক্তিযোদ্ধাদের অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মা ফয়জুন্নেসা তিনিসহ তার ১০ ছেলে মেয়েকেই মুক্তিযুদ্ধের কাজে জড়িয়েছিলেন। হাসিনা খাতুনের স্বামী আব্দুল হাকিমও ছিলেন বিশিষ্ট সমাজসেবক। মৃত্যুর আগ পর্যন্ত স্থানীয় জনকল্যাণে ছিলেন নিবেদিত। অনেক আগেই দূর আকাশে হারিয়েছেন এ দম্পতি।
তাদের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের ঐকান্তিক প্রয়াসে রত্নগর্ভা হাসিনা খাতুন ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হাকিমের নামে নরসিংদীর পলাশে নির্মিত হচ্ছে ‘হাসিনা-হাকিম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে স্থানীয় জিনারদী ইউনিয়নের চরনগরদীর বারারচর এলাকায় এ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কৃতিমান এ দম্পতির সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃত্ব ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে এরই মধ্যে দিয়ে তৃণমূলে উন্নত-আধুনিক চিকিৎসা সেবার গোড়াপত্তনও করলেন তিনি। ফলত সহজ ও নিরাপদ হবে এখানকার গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসা সেবা।
জানা যায়, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)। আগামী এক বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে স্থানীয় বাসিন্দাদের আর শহরে চিকিৎসার জন্য যেতে হবে না। তারা এখন এলাকাতেই পাবেন উন্নতমানের চিকিৎসা সেবা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাসিনা-হাকিম একজন রত্নগর্ভা বাবা-মা। তারা আজীবন মানুষের সেবা করেছেন। তাদের দেখানো পথে তার সন্তানরাও মানুষের কল্যাণে কাজ করছেন। এ হাসপাতাল এখানকার গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসা সহজবোধ্য করবে।’
এ সময় নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদীর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জনতা ব্যাংকের এমডি আব্দুস ছালাম, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল ইসলাম ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন মেজর শাহরিয়ার রহমান আবির।
কালের আলো/এমএইচ/জিকেএম