রোহিঙ্গাদের জন্য মোবাইলে কথা বলা ফ্রি

প্রকাশিতঃ 12:43 pm | October 05, 2017

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় রোহিঙ্গাদের জন্য মোবাইলে ফ্রি কথা বলার ব্যবস্থা করেছে সরকার। এই সেবা দিচ্ছে রাষ্ট্রীয় কোম্পানি টেলিটক।

বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে টেলিটকের বুথ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইনখালী, হাকিমপাড়া, পালংখালী ও হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে ১০টি বুথ চালু করেছে টেলিটক। এতে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা ফ্রি কথা বলার সুযোগ পাবেন।”

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরবচ্ছিন্ন ভয়েস কল সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতা বাড়ানো হচ্ছে।