বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার আহবান রাষ্ট্রপতির
প্রকাশিতঃ 12:55 am | February 02, 2018
স্টাফ রিপোর্টার:
ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্দশা কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি প্রতিনিধি দলকে তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে সময় উপযোগী পাঠ্যক্রম বাস্তবায়ন করার আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান।”
আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনার প্রেক্ষাপটে ছাত্র-শিক্ষক সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে উপাচার্যদের বলেন বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নারী শিক্ষার্থীদের সমস্যা, ভর্তি পরীক্ষার সময় মসজিদে অবস্থানসহ বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরেন। এর অবসানে ভর্তি পরীক্ষার সমন্বিত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নানও ছিলেন।