চাঁদপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
প্রকাশিতঃ 10:13 am | December 17, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক স্বামী।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দেবপুর গ্রামের মৌলভীবাড়ি থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন-স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিমউদ্দীন জানান, মাইনুদ্দিন সর্দার একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। এ কারণে তার স্ত্রী ও দুই মেয়ে একই এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ফিরে স্ত্রী ও মেয়েদের তিনি দেবপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে মাইনুদ্দিন প্রথমে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এর পর স্ত্রীকে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নিজেও আত্মহত্যা করেন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
কালের আলো/এএ/এমএইচএ