আযান-কেরাতের সুর-ছন্দ, ইসলামের শাশ্বত সুন্দর নীতিকে উদ্ভাসিত করলেন সিজিএস
প্রকাশিতঃ 7:17 pm | March 25, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদ। শনিবার (২৫ মার্চ) এখানেই সূত্রপাত হলো আযান-কেরাতের সুর-ছন্দে এক নির্মোহ আনন্দিত পরিবেশের। এই বছরের বাংলাদেশ সেনাবাহিনীর আন্ত:অঞ্চল কেরাত ও আযান প্রতিযোগিতায় যথাক্রমে ঘাটাইল অঞ্চলের কর্পোরাল সাব্বির আহমেদ এবং চট্টগ্রাম অঞ্চলের সৈনিক হুসাইন শেখের সুললিত কণ্ঠে সুমধুর ধ্বনি স্পর্শ করলো সবার হৃদয়কে।
মধুর কলতানে কেরাতে প্রথম সাব্বির ও আযানে প্রথম হুসাইন পবিত্র মাহে রমজানে তৈরি করলেন নতুন ভাব-আবেগের। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা সেনানিবাসে সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল কেরাত ও আযান প্রতিযোগিতার অনিন্দ্যসুন্দর এই আয়োজনে বিজয়ী থেকে শুরু করে সব প্রতিযোগীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয় সেই বার্তাও দেন তিনি।
একজন মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের দিকে পরিচালিত করার জন্য ইসলামী বিধানের প্রয়োগ ও অনুশীলন অনস্বীকার্য এই কথাটিও লেফটেন্যান্ট জেনারেল হাসান বুঝিয়ে দেন গুরুত্বের সঙ্গেই। গত ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় উৎসবের আবহেই সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। আধুনিকতায় সমুজ্জ্বল থেকে প্রেম-প্রীতি, সাম্য-মৈত্রী ও সৌভ্রাতৃত্বের শাশ্বত সুন্দর নীতিকে তিনি উদ্ভাসিত করলেন কল্যাণময় বাক্যে মোটা দাগে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
কালের আলো/ইএ/এমএএএমকে