বঙ্গবাজারে আগুন, ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবি
প্রকাশিতঃ 10:25 am | April 04, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জ্বলছে পুরো বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি ভবনেও। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। নিযুক্ত আছে একটি হেলিকপ্টারও।
এছাড়া শুরু থেকেই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে পুলিশ। সকালে ৮টার পর যোগ দেয় বিজিবির একটি দল।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান জানান, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।
কালের আলো/এবি/এমএম