পাখির বাচ্চা – তারিক টিপু
প্রকাশিতঃ 11:18 pm | April 05, 2023
পাখির বাচ্চা
তারিক টিপু
আবার আকাশে জ্বলবে তারা,
আলোকিত কোন রাতে….
আবার সবাই খুঁজবে আমায়..
মেঘ ভরা আকাশেতে।
মায়ার দুয়ারে কপাট মেরে,
কেউ হাত রাখেনি হাতে..
আদর মাখা বিকেল সন্ধ্যা,
কেন কাঁদে প্রভাতেতে?
ফুলের চোয়ালে আলতো ছোঁয়ায়,
প্রজাপতির হামাগুড়ি…
পাখির ঠোঁটের ছটাক সুরে,
বাবুই এর প্রেমপুরি;
বর্ষি ছিড়ে ছুটে পালালো,
কি জানি কি কোন্ মাছ!
ফাতা কেবল ডুবে আর ভাসে,
ঘাটে ঘাটে সে কি উচ্ছ্বাস!
বৃষ্টির নাচনে আনন্দ জেয়ারে,
ফুড়িয়ে গেলো বেলা;
হয়তো কোনদিন হবে না আর,
জোলাভাতির মেলা…
কেউ চিনে নাই,জানে নাই কেউ,
বাঁধে নাই মমতাতে..
সময় ধারায় চুরি গেলো সব,
রঙ মেশা ছলনাতে।
কংকাল হাসে উপহাস করে,
আমার এই বেলা শেষে…
উঠবেনা জেগে জোনাকি ফড়িং,
রাজা বাবুর বাজানো শিষে;
সোনা পাখিটা হারালো কোথায়
পাখির বাচ্চা কাঁদে,
উদা পাগল আর পড়েনা
খাপ্পু মিয়ার ফাঁদে।
ফকির তারা বলে—
আবার আকাশে জ্বলবে তারা,
আলোকিত কোন রাতে….
আবার সবাই খুঁজবে আমায়..
মেঘ ভরা আকাশেতে।।