কষ্টের গুণ-ভাগ : তারিক টিপু

প্রকাশিতঃ 12:01 am | April 06, 2023

কষ্টের গুণ-ভাগ

তারিক টিপু


কতো যে কষ্ট জমা আছে
ঐ পাহাড়ের গায়…
মেঘ দলছুট বৃষ্টি ফোটা,
কতোটুকুই বা ধুয়ে যায়।
কষ্ট সে’তো নীরব ব্যাথা
সঞ্চিত হয় বুকে,
বোবা পাহাড় রূপ যে বিলায়
কি আর বলবে কা’কে!
বুকের কষ্ট চিপড়ানো জলে
ঝর্ণাধারা ছোটে…
কষ্টের জল বহে নদী,
জলের মেলা বসে হাটে;
মোহনাতে জলের হাটে
আর কেউ নাই ক্রেতা…
আমিই সেই জল সেবন করি
নাই কোন বিক্রেতা।
কষ্টের জল ঢেউ যে খেলে
বেচতে আসে না পাহাড়,
একাই আমি কিনি সেই জল
মেটাই আমার আহার।
স্হির পাহাড় কঠিন দুর্গম
আমি যে তরল বোকা,
ফুলের আদরে চাদরে ঢাকা
চাঁদের আদুরে খোকা।
কতোকাল আর কতোকাল
বিনা দামে, কুড়াবো কষ্ট জল
আমার ভেতর, আমার আমি
বলে,খুলে বল্ খুলে বল্….।
ফকির তারা বলে—
ধোপা যখন হয়েছো বাবু
কাপড় কাচতেই হবে;
কাপড়ের দাগ জলে ধুলেও
কষ্ট মুছবে কবে…
কষ্টের কষ বেজায় গাঢ়ো,
সহজে যায় না দাগ,
জল দিয়ে যেন ধুয়ো না কষ্ট
জীবন কষ্টেরই গুণ-ভাগ।।

The sun setting through a dense forest.