ময়মনসিংহে জুয়াড়িসহ বিভিন্ন মামলার ২১ আসামী গ্রেফতার

প্রকাশিতঃ 8:14 pm | April 15, 2023

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২১ জন আসামি। এদের মধ্যে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি এবং জুয়াড়ী রয়েছে।

শনিবার (১৫ এপ্রিল ) সকাল পর্যন্ত পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নির্দেশে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে যে কোনো ধরনের অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নগরীর প্রতিটি সড়ক ও মার্কেটে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এমএএইচইউ